হঠাৎ শুভেন্দুর ‘ঘরে’ সুজন! দুজনের সাক্ষাৎ নিয়ে বড় জল্পনা

হঠাৎ শুভেন্দুর ‘ঘরে’ সুজন! দুজনের সাক্ষাৎ নিয়ে বড় জল্পনা

কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে অনেকবার সিপিএমের প্রশংসা করতে দেখা গিয়েছে। যদিও সিপিএম নেতৃত্ব কতবার বিজেপির সুখ্যাতি করেছে তা হিসেব করতে হবে। নির্বাচনী আবহে বারংবার তারা তৃণমূল এবং বিজেপি আঁতাত নিয়ে কথা বলেছে এটা ঠিক। কিন্তু এবার বিজেপি-সিপিএম সৌজন্য দেখা গেল বিধানসভায়। আচমকাই বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘরে’ দেখা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। 

গতকাল হঠাৎ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের ঘরে হাজির হয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, সুজন চক্রবর্তী। দুজনেই একে অপরকে দেখে হাসেন এবং হাত মেলান। প্রাথমিকভাবে জল্পনা সৃষ্টি হলেও তাঁরা দুজনেই বলছেন যে এটি সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়। প্রায় ২০ মিনিট তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেন। দুজনের আলোচনায় উঠে আসে শান্তিকুঞ্জ প্রসঙ্গও। পাশাপাশি রাজ্যে দলবদলের প্রসঙ্গ, চার উপনির্বাচনের ফলাফল বা দলীয় অবস্থান নিয়েও তাদের দুজনের মধ্যে কথা হয় বলে জানা গিয়েছে। যদিও এই সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে একহাত নিতে ছাড়েননি বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, বাংলা থেকে সৌজন্যের রাজনীতি শেষ করে দিয়েছে তৃণমূল। ফোনে আড়ি পাতা থেকে শুরু করে, রাজনৈতিক হিংসার কারণে এখন আর সৌজন্য রাখতে দেখা যায় না কাউকে। তাও কেউ কেউ এভাবে রাখার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 9 =