ভোটে প্রমাণ করে দেব নন্দীগ্রামের মানুষের পাশে আছে কিনা: শুভেন্দু

একদিকে বোলপুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড-শো করছেন। অন্যদিকে নন্দীগ্রামের বজরংবলী মন্দিরে ভাষণ দিচ্ছেন শুভেন্দু অধিকারী।

 

নন্দীগ্রাম: একদিকে বোলপুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড-শো করছেন। অন্যদিকে নন্দীগ্রামের বজরংবলী মন্দিরে ভাষণ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। দুয়ে মিলে আজ বঙ্গের রাজনৈতিক মহল বেশ টানটান। এদিন বক্তৃতার মাধ্যমে ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে রাখলে বিজেপি নেতা শুভেন্দু। মন্তব্য করলেন, আগামী নির্বাচনে তিনি প্রমাণ করে দেবেন যে নন্দীগ্রামে মানুষের পাশে আছেন কিনা। একই সঙ্গে ফের একবার ‘তোলাবাজ ভাইপো’ শব্দ দুটি উচ্চারণ করতে শোনা গেল তাঁকে।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, তিনি সনাতন ধর্মের লোক। বাড়ি থেকে কাজে বেরোনোর আগে সূর্য প্রণাম, গায়ত্রী মন্ত্র জপ করা তাঁর ঐতিহ্য। খুব বেশি রাজনৈতিক কথা বলবেন না বলেও শেষ মুহূর্তে রাজনৈতিক আক্রমণ করতে ছাড়লেন না তিনি। শুভেন্দুর কথায়, এখন বিভিন্ন জায়গায় তাঁর পোস্টারে, ছবিতে কালো কালি মাখানো হচ্ছে। যারা মাখাচ্ছে তাদের পেটে এখনো তাঁর দেওয়া ভাগ রয়েছে বলে কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে বলেন, যারা এসব করছে তিনি তাদের দোষ দেন না কারণ, ‘তোলাবাজ ভাইপো’ ফোন করে তাদের এটা করতে বলছে আর ছবি পাঠাতে বলছে। এই প্রসঙ্গেই শুভেন্দু রাজ্যের তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটেই প্রমাণ করে দেবেন তিনি নন্দীগ্রামের মানুষের পাশে আছেন কি নেই। এদিকে, ভুতা মোড়ে যে আক্রমণের ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গেও চরম হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট কথা, আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। যদি গ্রেফতার না করা হয় তাহলে বড়োসড়ো আন্দোলন হবে। 

আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত একটি ধর্মীয় পদযাত্রা বের হয়। সেই পদযাত্রায় তৃণমূলের দুষ্কৃতী কর্মীরা শুভেন্দু অনুগামীদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, ভূতা মোড়ে দুটি বাস ভাঙচুর করা হয়েছে এবং এবং একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গুরুতর আহতদের তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − one =