কলকাতা: যত সময় যাচ্ছে, তত যেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই দিল্লি গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এবার একবার ফের তাঁর ডাক পড়ল দিল্লিতে। জানা গিয়েছে, আগামী বুধবার ফের রাজধানী যাচ্ছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই সফরে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। যদিও কী নিয়ে বৈঠক হতে পারে তার সরাসরি ইঙ্গিত না মিললেও, মনে করা হচ্ছে ফের একবার রাজ্যের আইন পরিস্থিতি নিয়েই আলোচনা হবে।
এর আগে দিল্লি গিয়ে বাংলার আইন-শৃঙ্খলা নিয়েই বৈঠক করেছিলেন তিনি। ফিরে এসে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে সিএএ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগে কেন্দ্রীয় নেতাদের সামনে আগে থেকেই সরব হয়েছিলেন তিনি। সেই নিয়ে এখনও বিতর্কের শেষ নেই। এদিকে সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড় দিল্লি সফর করে এসেছেন। সেটা নিয়েও আলোচনা তুঙ্গে। তার মধ্যে মাত্র ১০ দিনের ব্যবধানে আবার শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে বাংলার রাজনীতিতে। সুত্র মারফৎ জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাঁকে তলব করেছেন। তাঁর সঙ্গেই আবার বৈঠক করতে চলেছেন তিনি।
ইতিমধ্যেই ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে বিজেপি সাংসদ জন বার্লার উত্তরবঙ্গ আলাদা রাজ্য ঘোষণার দাবি, অন্যদিকে আরও এক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর জঙ্গলমহলকে আলাদা রাজ্যে করার দাবি। সব নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দিল্লি থেকে বৈঠক করে ফিরেই উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, আবার বুধবার দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতির আবহ যে আরও একটু জটিল হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই।