ঘরে বসেই মদের আসর? হচ্ছে না মদের হোম ডেলিভারি

ঘরে বসেই মদের আসর? হচ্ছে না মদের হোম ডেলিভারি

ac70172fb62e4176e00aea58b2ed63f3

কলকাতা:  লকডাউনের মধ্যে কোনও ভাবেই কার্যকর হচ্ছে না ঘরে বসে মদের ডেলিভারি৷ লকডাউন পরিস্থিতির মধ্যে মদের হোম ডেলিভারি কোনও ভাবেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছে নবান্ন৷ এই বার্তা দিয়েছে কলকাতা পুলিশও৷

বুধবার থেকে শহর কলকাতার মদ্যপদের বাড়িতে বাড়িতে মদ ডেলিভারি করা হবে বলে চাউড় হয়েছিল খবর৷ এবার সেই খবরের জল ঢেলে কলকাতা পুলিশ জানিয়েছে, আপাতত মদের হোম ডেলিভারি করা হবে না৷ লকডাউন পরিস্থিতির মধ্যে কোনভাবেই করা হবে না মদের হোম ডেলিভারি৷ সাফ জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ ও নবান্ন৷ লকডাউন চলাকালীন নিকটবর্তী দোকানে ফোন করে মদের হোম ডেলিভারি দেওয়া যাবে৷ এবং দোকান থেকে সেই মদের হোম ডেলিভারি ব্যবস্থা করবে৷ এই খবরের কোনও সত্যতা নেই৷ ফলে, এখনই কার্যকর হচ্ছে না মদের হোম ডেলিভারি৷ কলকাতা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘরে হোম ডেলিভারি দেওয়া ব্যবস্থা চালু করার কোনও চিন্তাভাবনা করা হয়নি৷ ফলে এখনই হচ্ছে না ঘরে মদের আসর৷

আজ বিকেলে বিভিন্ন মাধ্যমে খবর রটে যায়, লকডাউনের মধ্যে শহর কলকাতায় মদের হোম ডেলিভারি করা হবে৷ প্রতি দিন সকাল ১১ থেকে তিন ঘণ্টা ঘরে বসে অর্ডার নেওয়া যাবে৷ মদের হোম ডেলিভারি পাওয়া যাবে বিকালেই৷ স্থানীয় মদের দোকান এই পরিষেবা দেবে৷ বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘এটা ভুল খবর৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *