চায়ের দোকানের আড়ালে জঙ্গি কার্যকলাপ? জালে সন্দেহভাজন জামাত জঙ্গি

চায়ের দোকানের আড়ালে জঙ্গি কার্যকলাপ? জালে সন্দেহভাজন জামাত জঙ্গি

b572dd61665ec4c40b22c477cb6f6f11

 

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যখন উত্তাল বাংলা, ঠিক তখন ফের বাংলার মাটিতে জঙ্গিযোগে গ্রেফতার এক ব্যক্তি৷ এবার খোদ বীরভূম থেকে জঙ্গিযোগে গ্রেফতার নাজিবুল্লাহ নামের এক ব্যক্তি৷ রাজ্য পুলিশের এসটিএফের জালে পাকড়াও৷ ধৃতের বিরুদ্ধে জেএমবি জঙ্গিগোষ্টীর যোগাযোগ থাকতে পারে বলে আশঙ্কা৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালায় এসটিএফ৷ বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় বলে খবর৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নাজিবুল্লাহ৷ বয়স ৫০ বছর৷ বাড়ি বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামে৷ বাড়িতে একটি সাইবার ক্যাফে ও চায়ের দোকান চালাতেন ওই ব্যক্তি৷ ধৃত ব্যক্তির সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণে যোগ থাকার অভিযোগে এনআইএ আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল৷ তখন ধৃতের সঙ্গে কোন জঙ্গি যোগে কোনও তথ্য-প্রমাণ মেলেনি৷ পরে ধৃতকে ছেড়ে দিয়েছিল এনআইএ৷

বেশ কিছুদিন ধরে সন্দেহজনক গতিবিধি নজরে আসে রাজ্য পুলিশের এসটিএফের কাছে৷ সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে সন্দেহজনক কাজকর্মে যোগ থাকার অভিযোগ ওঠে ধৃত নাজিবুল্লাহের বিরুদ্ধে৷ স্থানীয় সূত্রে খবর, অল্পবয়সী ছেলেমেয়েদের মগজধোলাইয়ের কাজ করত অভিযুক্ত ওই ব্যক্তি৷ এসটিএফের নজরদারি কড়া হতেই ধৃতের সঙ্গে জঙ্গি যোগাযোগের বিষয়টি নজরে আসে৷ এসটিএফ ও জেলা পুলিশের যৌথ অপারেশনের ধৃতের বাড়ি অভিযান চালানো হয়৷ রাতে গ্রেফতার করা হয়৷ অভিযানের সময় স্ত্রী-মেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন অভিযুক্ত৷ যদিও পরিবারের লোকজনের দাবি, নাজিবুল্লাহ কোনভাবেই সন্ত্রাসবাদি কাজ কর্মের সঙ্গে যুক্ত নয়৷ ধৃতকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *