কলকাতা: কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজই যোগ দিয়েছেন তিনি। কলকাতায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে নাম লিখিয়েছেন অসমের গুরুত্বপূর্ণ কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। জল্পনা ছিল তিনি আজই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, অবশেষে করেছেন এবং বৈঠক খুব ইতিবাচক হয়েছে বলেই জানিয়েছেন তিনি।
এদিন বৈঠক প্রসঙ্গে সুস্মিতা বলেন, দারুণ আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দল নিয়ে তাঁর চিন্তা ভাবনায় অনেক কিছু রয়েছে। এমনটাই জানান তিনি। গতকালই সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার ঘোষণা করেছিলেন প্রাক্তন এই সাংসদ৷ সংক্ষিপ্ত চিঠিতে সোনিয়া গান্ধীকে সুস্মিতা জানিয়েছিলেন, ৩০ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত৷ দলের হয়ে কাজ করেছেন৷ তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন৷ তবে এখন প্রশ্ন, কে এই সুস্মিতা দেব? সুস্মিতা বর্ষীয়ান কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে৷ ২০১৪ সালে শিলচর থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি৷ ওই আসনটি তাঁর পরিবারের শক্ত গড় হিসেবে পরিচিত৷ ছিলেন রাহুল গান্ধীর ঘনিষ্ট৷ এখন তিনি তৃণমূলে যোগ দেওয়ায় অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য মাটি যে একটু শক্ত হল তা বলাই বাহুল্য।
আরও পড়ুন- নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা চক্রে দিলীপ? আমন্ত্রণ বাড়ির কালি পুজোতেও
উল্লেখ্য, বাংলা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভাবে জয় পাওয়ার পর তৃণমূল কংগ্রেস পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যকে এবার নিশানা করেছে। উত্তর-পূর্বে অসম এবং ত্রিপুরায় বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করছে তারা। এদিকে, দক্ষিণেও রাজনৈতিক মাটি শক্ত করার কাজ শুরু করেছে দিয়েছে দল।