‘তৃণমূল আমাকে পাগল করে মারতে চেয়েছিল’, বিস্ফোরক বাম নেতা সুশান্ত ঘোষ

‘তৃণমূল আমাকে পাগল করে মারতে চেয়েছিল’, বিস্ফোরক বাম নেতা সুশান্ত ঘোষ

বাসসত: ফের পুরনো মেজাজে বাম নেতা সুশান্ত ঘোষ। বিরাটির একটি সভা থেকে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন গড়বেতার এক কালের দাপুটে সিপিআইএমের নেতা। ‘‘আমায় মেরে ফেলার চেষ্টা করেছিল’’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে করলেন বিস্ফোরক অভিযোগ৷

বিরাটির মহাজাতি সদনে এসএফআই ও ডিওয়াইএফআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি সভায় যোগ দেন সুশান্ত ঘোষ। সেখানেই মুখ্যমন্ত্রীর নামে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের নাম করে আমায় পাগল করে হার্টফেল করিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল বর্তমান শাসক দল আর মুখ্যমন্ত্রী। একজন অফিসার লুকিয়ে জানান, আমায় মেরে ফেলার চক্রান্ত চলছে। তাই জন্য আমায় অসুস্থ হওয়ার ভান করতে বলেন৷’’

এদিন তিনি আরও বলেন, ‘‘১০ বছর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সোনার বাংলা গড়বেন। কিন্তু এখনও সেরকম কিছুই করতে পারেননি। বামফ্রন্ট যা তৈরি করে রেখেছে সেগুলোই নীল-সাদা রঙ করে নিজেদের নামে চালাচ্ছে। ৫০ লক্ষ চাকরি দেবে বলেছিল। কিছুই দিতে পারেনি। আদর্শের বাংলা গড়বেন বলেছিল, চোরেদের বাংলা গড়েছে।’’

সম্প্রতি গড়বেতায় ঢোকার ছাড়পত্র পেয়েছেন সুশান্ত ঘোষ। সেই খুশিতেই বিজেপি ও তৃণমূল দুই দলকেই কোনোরকম রাখঢাক না করেই আক্রমণ করেন এই দাপুটে বাম নেতা । তিনি বলেন, ‘‘তৃণমূলের চোরেরা এখন ডাকাত বিজেপিতে গিয়ে আশ্রয় নিচ্ছে। এদের যাওয়ার সময় এসেছে। এবার একদিকে থাকবে লাল ঝান্ডা, অন্যদিকে গেরুয়া-সহ বাকি সব। তারপর আমরা বুঝে নেব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =