Aajbikel

করোনা আক্রান্ত স্ত্রী, হোম কোয়রান্টিনে সূর্যকান্ত

 | 
করোনা আক্রান্ত স্ত্রী, হোম কোয়রান্টিনে সূর্যকান্ত
 কলকাতা: করোনা আক্রান্ত উষা মিশ্র। তিনি সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য মিশ্রের স্ত্রী, মহিলা নেত্রী ঊষা মিশ্র করোনা পজিটিভ হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই কারণে সূর্যকান্ত মিশ্রকেও আপাতত হোম কোয়ারান্টিনে থাকতে হবে। মিশ্র জানিয়েছেন, চিকিৎসকের নির্দেশমতো পরীক্ষা করিয়ে নেগেটিভ হলে বাইরে বেরোতে পারবেন। আগামী পাঁচ দিন যে সমস্ত পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেগুলিতে তিনি যোগ দিতে পারবেন না।

কিছুদিন আগেই বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর গাড়ির চালক করোনা আক্রান্ত হয়েছিলেন। ওই ঘটনার পর তিনিও হোম কোয়ারেন্টাইনে চলে যান। যদিও সুজনবাবু সুস্থ্য আছেন। বাড়িতে একজন। কিছুদিন আগেই পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি এখন সুস্থ্য হয়ে গিয়েছেন।

রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা-কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতা তমনাশ ঘোষ করনায় প্রাণ হারিয়েছেন। দমকল মন্ত্রী সুজিত বোস আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়েছেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রয় মল্লিকও করোনা আক্রান্ত হয়েছিলেন। বিজেপি নেত্রী এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ।

বুধবার ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনা পরিস্থিতি যা বলছে তাতে মোট রোগীর সকনখা ২ লক্ষ ১২ হাজার ৩৮৩ জন। মত মৃত ৪১২৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৪ হাজার ১১৩ জন। প্রতিদিনই প্রায় ৫০-৬০ জন মারা যাচ্ছেন। রাজ্যে মাঝে মাঝে লকডাউন চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে, মেট্রো পরিষেবা চালু হয়েছে। রয়েছে কিছু শর্ত। পুজোর আগে সরকার লোকাল ট্রেন চালু করার অনুমতি দেয় কিনা তা দেখার।

Around The Web

Trending News

You May like