জমি দখল মামলায় জিতলেন অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ সিউড়ি আদালতে

জমি দখল মামলায় জিতলেন অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ সিউড়ি আদালতে

suri

কলকাতা: জমি বিবাদ মামলায় আদালতে ধাক্কা বিশ্বভারতীর৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পক্ষে রায় দিল সিউড়ি জেলা আদালত৷ জমি ফিরিয়ে দেওয়ার জন্য অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়েছিল বিশ্বভারতী। বুধবার বিশ্বভারতীর সেই ‘এভিকশন অর্ডার’ বা উচ্ছেদের নির্দেশ সম্বলিত নোটিস খারিজ করে দেয় আদালত। এখনও পর্যন্ত এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বেআইনিভাবে অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ তুলেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই সময় নোবেলজয়ীর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অমর্ত্যের পক্ষে রায় দিল আদালত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + twelve =