Aajbikel

শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় হতে পারে বিশেষ বেঞ্চ গঠন,ইঙ্গিত সুপ্রিম কোর্টের

 | 
সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত কী কী তথ্য উঠে এসেছে, সে বিষয়ে সিবিআইয়ের কাছে জানতে চাইবে সুপ্রিম কোর্ট। সেই মর্মে সিবিআইয়ের আইনজীবীকে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সঙ্গে এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের ইঙ্গিত, তারা এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শোনার জন্য কলকাতা হাই কোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে অনুরোধ জানানো হবে৷ পাশাপাশি শীর্ষ আদালয় জানিয়েছে, কলকাতা হাই কোর্ট ‘অযোগ্য’দের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ আপাতত বজায় থাকবে৷ 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সরাসরি তাঁর নাম উল্লেখ করা না হলেও, বিশেষ বেঞ্চ গঠিত হলে তিনিও সেখানে থাকতে পারেন বলে ইঙ্গিত সুপ্রিম কোর্টের৷ তার আগে সিবিআইকে তিন থেকে ছ’মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে বলা হতে পারে। তার ভিত্তিতে কলকাতা হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ বিচার করে দেখবে, আদৌ কোনও জালিয়াতি হয়েছে কি না। হলে তা কতদূর বিস্তৃত৷ 

Around The Web

Trending News

You May like