আরজি করে ভয়ের বাতাবরণ! আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দিচ্ছেন কারা?

নয়াদিল্লি: আরজি করের ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার ছিল সেই মামলার দ্বিতীয় শুনানি৷ এদিন সিনিয়র আইনজীবী গীতা লুথরা শীর্ষ আদালতে জানান, আরজি…

Junior Doctors Strike West Bengal Junior doctors strike West Bengal

নয়াদিল্লি: আরজি করের ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার ছিল সেই মামলার দ্বিতীয় শুনানি৷ এদিন সিনিয়র আইনজীবী গীতা লুথরা শীর্ষ আদালতে জানান, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ভয়ের মধ্যে আছেন। তাঁদেরকে নানা ভাবে ভয় দেখানো হচ্ছে। সিবিআই-এর কাছে সিল বন্ধ খামে তাঁরা কয়েকজনের নাম দিয়েছেন বলে দাবি করা হয়েছে৷ তারপর থেকেই তাঁদেরকে টার্গেট করা হচ্ছে। তাঁদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিয়োর টাইমলাইন রয়েছে বলেও জানান লুথরা৷

এর পরেই প্রধান বিচারপতি জানতে চান, “কারা তাঁদের ভয় দেখাচ্ছেন? কাদের দ্বারা ভীত? আইনজীবী জানান, কর্মকর্তারাই এর নেপথ্যে রয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমি কলকাতার চিকিৎসকদের কাছে গিয়েছিলাম। দুষ্কৃতীরাও নানা ভাবে চাপ দিচ্ছে। হাসপাতালের কর্তৃপক্ষের একাংশের তরফেও চাপ রয়েছে৷’’ এ কথা শোনার পর প্রধান বিচারপতি বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দেন৷