সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য বিজেপির! পুরভোট সংক্রান্ত মামলায় ধাক্কা

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য বিজেপির! পুরভোট সংক্রান্ত মামলায় ধাক্কা

নয়াদিল্লি: পুরভোট মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য বিজেপির। কলকাতা হাইকোর্টেই নিস্পত্তি পুর নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত মামলা, নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আসলে কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। তবে সেই আবেদন ফিরিয়ে দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে এই বিষয়টি হাইকোর্টের কাছে জানাতে হবে।

সুপ্রিম কোর্টে এই ব্যাপারে আবেদন করার পর বিজেপি ভেবেছিল যে তারা হয়তো এই ইস্যুতে জয় পাবে। কিন্তু এদিন দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্ট এই পরিস্থিতি বোঝার জন্য সবথেকে ভালো জায়গায় রয়েছে তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বিজেপি এর আগে সুপ্রিম কোর্টের পিটিশন দাখিল করে দাবি করেছিল যে প্রার্থী তালিকা ঘোষণা করার পর নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে তাদের এবং রাজ্যের শাসক দলের কর্মীরা এই হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে কোনো রকম ভাবে নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব নয় বলেও দাবি করেছিল বিজেপি। কিন্তু আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। বরং এই বিষয়গুলি হাইকোর্টে আবেদন জানিয়ে বলা হোক।

উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির এও দাবি করেছিল যে সব পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে এবং একই সঙ্গে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু বিজেপির দাবি অনুযায়ী নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি বরং কলকাতার ভোটের দিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাও মামলা চলাকালীন। সেই নিয়েও সরব হয়েছিল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 11 =