Aajbikel

অভিষেক-রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব নয়, ইডি-র আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

 | 
অভিষেক রুজিরা

 কলকাতা: সুপ্রিম নির্দেশে স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়৷ জেরার জন্য অভিষেক-রুজিরাকে দিল্লিতে তলব করা যাবে না৷ স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, জিজ্ঞাসাবাদ করতে চাইলে তা, কলকাতাতেই করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে৷ 


অভিষেক-রুজিরা একা নন, জেরার প্রয়োজনে ইডি যে বারবার ভিন রাজ্যে ডেকে পাঠাচ্ছে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রীর মেয়ে কলভাকুন্টলা কবিতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম। সেইসব মামলাগুলির শুনানি একত্রেই চলছে। এদিন সেই মামলার শুনানি পর্বে অভিষেক-রুজিরার প্রসঙ্গে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু বলেন, অফিসারদের কলকাতায় গিয়ে জেরা করতে অসুবিধা হয়। কারণ জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী অফিসারদের এখান থেকে কলকাতায় যেতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একজন সাংসদ। তিনি এমনিই দিল্লিতে আসেন। তাহলে দিল্লিতে ইডি দফতরে আসতে তাঁর অসুবিধা কোথায়? 


এর আগে দিল্লি হাই কোর্ট বলেছিল, ইডি ডেকে পাঠালে দিল্লিতে গিয়েই প্রশ্নের সম্মুখীন হতে হবে অভিষেক-রুজিরাকে৷ উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন তাঁরা৷ সুপ্রিম কোর্ট দিল্লি হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়৷ এদিন সেই স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে৷  সেইসঙ্গে ইডিকে ৬ সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলেছে আদালত। ইডি সুপ্রিম কোর্টে তাদের মত জানানোর দু’ সপ্তাহের মধ্যে অভিষেক-রুজিরা, কবিতা ও নলিনী চিদম্বরমদের তাঁদের বক্তব্য জানাতে হবে।


অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি প্রসঙ্গে আগের দিন বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি সঞ্জয় কিসান কউল বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হয়েছে তিনি তদন্তে সহযোগিতা করেছেন। তা ছাড়া উনি যখন বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন, তখন সময়ের মধ্যেই দেশে ফিরে এসেছিলেন। তাহলে তাঁর বিরুদ্ধে কেন লুক আউট নোটিস জারি করতে হল? এতে কি বিষয়টা অযথা জটিল হয়ে যাচ্ছে না?


 
        

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার বিমানবন্দরে আটকানোর প্রসঙ্গেও এদিন ইডিকে প্রশ্ন করেন বিচারপতিরা৷ রুজিরা অনুমতি চাইলেও কেন তা দেওয়া হয়নি তা জানতে চাওয়া হয়৷ এর পরেই ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যা শোনার পরই বেঞ্চের প্রশ্ন, তেমনটা হলে লুক আউট নোটিস কেন? অবিলম্বে তা প্রত্যাহার করুন। তবে আদালত জানিয়েছে, ভবিষ্যতে অভিষেক ও তাঁর স্ত্রীর বিদেশ সফরে গেলে সাত দিন আগে ইডিকে জানাতে হবে।
 

Around The Web

Trending News

You May like