কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলায় কতজন শিশু অনাথ হয়েছে সেই পরিসংখ্যান শুনে কার্যত অবাক দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে যে করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন চলার সময়ে রাজ্যে মাত্র ২৭ জন শিশু অনাথ হয়েছে! এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই তথ্য গ্রহণযোগ্য নয় এবং পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে তদন্ত হতে পারে।
করোনাভাইরাস পরিস্থিতিতে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং বহু শিশু অনাথ হয়েছে। ভাইরাস সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতির জন্য যে সমস্ত শিশু রয়েছে তাদের দেখভালের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়ে মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে। সেখানি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এই সময়ের মধ্যে বাংলায় শুধুমাত্র ২৭ জন শিশু অনাথ হয়েছে। এই কথা শুনে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়, তারা এই তথ্য নথিভুক্ত করবেন ঠিকই কিন্তু বিশ্বাস করতে পারবেন না। পশ্চিমবঙ্গ একটি বড় রাজ্য তাই এই পরিসংখ্যান মেনে নেওয়া কার্যত অসম্ভব। তাই পরবর্তী ক্ষেত্রে এই ব্যাপারে তদন্ত হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে।
আরও পড়ুন- CAA নিয়ে পিছিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার! সংসদে দেওয়া হল ব্যাখ্যা
যদিও এই ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য সংগ্রহের কাজ এখনো চলছে, এটাই সম্পূর্ণ তথ্য নয়। যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অকারণে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে মন্তব্য যেন না করা হয় এবং কোন অজুহাত যেন না দেওয়া হয়। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের নির্দিষ্ট দফতরের সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।