সুপ্রিম স্বস্তি! প্রাথমিকে ১১,৭৬৫ জন প্রার্থী নিয়োগে আর বাধা রইল না

সুপ্রিম স্বস্তি! প্রাথমিকে ১১,৭৬৫ জন প্রার্থী নিয়োগে আর বাধা রইল না

supreme court

কলকাতা: অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থীদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানলে প্রকাশের উপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা তুলে নিল সুপ্রিম কোর্ট। প্যানেল প্রকাশের জন্য সবুজ সংকেত দিল শীর্ষ আদালত৷ 

ফলে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ১১ হাজার ৭৬৫ জন চাকরিপ্রার্থীর সামনে আর কোনও বাধা রইল না। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, নিয়োগ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছেন তাঁরা। তবে আদালতের নির্দেশে ওই নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় উদ্বেগে তৈরি হয়েছিল৷ 

নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয় বিএড ও ডিএলএড নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক। কিন্তু সমস্যা হল, ২০১৪ সালের টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে আদালতের নির্দেশে এই নিয়ে জটিলতা তৈরি হয়।

আদালতের নির্দেশেই ২০১৪-র টেট উত্তীর্ণ প্রার্থীরা ২০২০ সালে ডিএলএড কোর্সে ভর্তি হন। ২০২২ সালে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তখন ওই চাকরি প্রার্থীরা ডিএলএড-এর মার্কশিট হাতে পাননি। এমতাবস্থায় চাকরি প্রার্থীদের একাংশ আদালতের মামলা করেন। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়। এরপর সুপ্রিম কোর্ট প্যানেল প্রকাশে স্থগিতাদেশ দেয়। এদিন সেই স্থগিতাদেশ তুলে নেওয়ায় নিয়োগের ক্ষেত্রে বাধা কেটে গেল বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =