supreme court
কলকাতা: মেডিক্যালে কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। একক বেঞ্চ তো বটেই, ডিভিশন বেঞ্চেরও যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চ। অর্থাৎ মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতির মামলা শুনানি আপাতত বন্ধ থাকবে৷ স্থগিত থাকবে সিবিআই তদন্ত৷ এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ চ্যলেঞ্জ করা হলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে মান্যতা না দিয়ে সিবিআই-কে তদন্ত শুরু করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেন সম্পর্কেও তিনি কড়া মন্তব্য করেন৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করে শীর্ষ আদালত। শনিবার ছুটির দিনেই প্রধান বিচারপতি ডিওয়আই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বিশেষ বেঞ্চে শুনানি হয়৷ পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সব নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় বেঞ্চ৷