রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, মাথায় প্রাক্তন প্রধান বিচারপতি

কলকাতা: বাংলার উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে গুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সমস্যার সমাধানে কমিটি গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত। এই কমিটির প্রধান হবেন প্রাক্তন প্রধান…

Supreme Court Bail Observation Supreme Court ruling on shop signboards Supreme Court rejects shop signboard rule

কলকাতা: বাংলার উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে গুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সমস্যার সমাধানে কমিটি গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত। এই কমিটির প্রধান হবেন প্রাক্তন প্রধান বিচারপতি উদয়উমেশ ললিত৷ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক সাব কমিটি গড়বেন তিনি। প্রত্যেক কমিটিতে ৫ জন করে সদস্য থাকবেন৷ তাঁদের খরচ ভার বর্তাবে রাজ্যের উপর। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ জনের নামের সুপারিশ করা হবে৷ সেই নামে রাজ্য বা রাজ্যপালের কোনও আপত্তি থাকলে, সেই আর্জিও শোনা হবে।

রাজ্য রাজ্যপালের সংঘাতের জেরে দীর্ঘদিন ধরেই বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই৷ ফলে ভুগতে হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং সেখানকার পড়ুয়াদের। অনেক দিন ধরেই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে। অবশেষে বাংলার উপাচার্য সংক্রান্ত সমস্যার সমাধানে কমিটি গড়ে দিল শীর্ষ আদালত।

 

কমিটি বর্ণানুক্রমে তিনজনের প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করে পাঠাবেন৷ মুখ্যমন্ত্রী সেই প্যানেলকে পছন্দের ক্রমানুযায়ী সাজিয়ে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের কাছে পাঠাবেন। এই প্রক্রিয়ার মাঝে কোনও সমস্যা বাধলে সুপ্রিম কোর্টে তা জানানো যাবে। উচ্চশিক্ষা বিভাগ এখানে নোডাল বডি হিসাবে কাজ করবে। তিন মাসের মধ্যেই এই কাজ করতে হবে।

One Reply to “রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, মাথায় প্রাক্তন প্রধান বিচারপতি”

  1. The other day, while I was at work, my cousin stole my iPad and tested to see if it can survive a 30 foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now broken and she has 83 views. I know this is entirely off topic but I had to share it with someone!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *