Aajbikel

এখনই গ্রেফতার নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট

 | 
গৌতম

 কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে এখনই গ্রেফতার করা যাবে না৷ শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানায়, পরবর্তী শুনানির দিন পর্যন্ত গৌতম পালকে গ্রেফতার করা যাবে না। বড় পদক্ষেপ করা যাবে না পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারের বিরুদ্ধেও। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ মেনে তাঁদের তদন্তে সহযোগিতা করতে হবে৷ সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতেই থাকবে তদন্তভার৷ শুক্রবার সুপ্রিম কোর্টে গৌতম পালের আইনজীবী বলেন, এই দুর্নীতির প্রসঙ্গে তাঁর মক্কেল কোনও ভাবেই ওয়াকিবহাল নন। কারণ, গত বছর ২৪ অগাস্ট তাঁর মক্কেল পর্ষদের দায়িত্ব নেন। আইনজীবীর এই বক্তব্য শোনার পরেই আদালত জানায়, আপাতত গৌতমকে গ্রেফতার করা যাবে না৷ 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গৌতম এবং পার্থকে সিবিআই জিজ্ঞাসাবাদের করতে পারবে বলে জানিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর রায়ে এও বলেছিলেন যে, প্রয়োজনে গৌতম ও পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা৷ কলকতা হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পর্ষদ-সভাপতি। 

Around The Web

Trending News

You May like