নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট রাজ্যসরকারকে নির্দেশ দিল অবিলম্বে ভবিষ্যতের ভূতের প্রদর্শন শুরু করতে হবে। এজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্য ও স্বরাষ্ট্রসচিবকে। প্রেক্ষাগৃহের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশও দিয়েছে আদালত।
কোনও লিখিত নির্দেশিকা ছাড়াই স্রেফ গায়ের জোরে সেদিন বন্ধ করে দেওয়া হয় পরিচালক অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’। সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার পর পুলিশ কিভাবে ছবি বন্ধ করতে পারে খুবই হাস্যকর’। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে প্রথম দিন ও দ্বিতীয় দুপুর পর্যন্ত কলকাতা-সহ মফস্বলের প্রেক্ষাগৃহগুলিও ছিল হাউস ফুল। সেদিন বিকাল থেকে কলকাতাসহ গোটা রাজ্যে বন্ধ করা হলো ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন। নেই কোনও কারণ। নেই কোনও নির্দেশিকা।
উত্তর থেকে দক্ষিণ শহরের নামীদামি মাল্টিপ্লেক্সগুলিতে ছবি বন্ধের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে একটিই উত্তর মিলেছে ‘হায়ার অথরিটি’র নির্দেশ। অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটির প্রযোজকের তরফে আদালতে জানানো হয়, সিবিএফসির সার্টিফিকেট থাকা সত্ত্বেও পুলিশ জোর করে প্রদর্শন বন্ধ করেছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও আদালতকে জানিয়েছেন প্রযোজনা সংস্থার আইনজীবী।