SSC মামলার শুনানি হল না আজ, সুপ্রিম কোর্টে ঝুলে রইল ২৫,৭৫৩ জনের ভাগ্য

SSC মামলার শুনানি হল না আজ, সুপ্রিম কোর্টে ঝুলে রইল ২৫,৭৫৩ জনের ভাগ্য

নয়াদিল্লি: মিলল না স্বস্তি৷ সুপ্রিম কোর্টে পিছল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। সোমবারের বদলে মঙ্গলবার এসএসসি মামলার শুনানি বলে আদালত সূত্রে খবর। অর্থাৎ আগামীকাল, ২০১৬ সালের প্যানেল বাতিল মামলা শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ৷ 

সোমবারই চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে।  গত সোমবারের শুনানিতে কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। বরং যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ৷ ৬ মে এই মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছিল তারা। সেই শুনানি পিছল আজ৷ এদিকে, যোগ্য চাকরিহারাদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসএসসি-ও জানিয়েছে যোগ্য ও অযোগ্য প্রার্থী কারা তা চিহ্নিত করা সম্ভব৷ 

গত ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে যোগ্য-অযোগ্য নির্বশেষে চাকরি হারান ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী৷ পাশাপাশি যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন কিংবা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, ও মধ্যশিক্ষা পর্ষদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *