কৈলাস-মুকুল-সহ ৫ নেতাকে গ্রেফতার নয়, ‘সুপ্রিম’ রায়ে স্বস্তি বিজেপির

বড়োসড়ো স্বস্তি পেলেন কৈলাশ সহ বিজেপির একাধিক নেতা।

 

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নজিরবিহীন মামলা করেছিল বঙ্গ বিজেপি। অভিযোগ করা হয়েছিল রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ভুয়ো মামলা করছে প্রশাসন। সেই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। পরবর্তী ক্ষেত্রে সেই মামলা চলে যায় সুপ্রিম কোর্টের কাছে। এবার দেশের সর্বোচ্চ আদালতে বড়োসড়ো স্বস্তি পেলেন কৈলাশ সহ বিজেপির একাধিক নেতা। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এঁদের কাউকেই আপাতত গ্রেফতার করা যাবে না। 

কৈলাস বিজয়বর্গীয় সহ মুকুল রায়, দিলীপ ঘোষ, অর্জুন সিং, পবন সিং, বাবুল সুপ্রিয়র মত রাজ্যের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে সারা রাজ্যে বিভিন্ন থানায় প্রায় ১০০ টির বেশি মামলা করা হয়েছে। সব মামলাই ভুয়ো বলে দাবি করেছিল বিজেপি। তাদের অভিযোগ, মিথ্যা মামলা করে রাজ্যে বিজেপিকে দমানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, সেই কারণে বিভিন্ন ইস্যুতে এইভাবে মিথ্যা এবং ভুয়ো মামলা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাদের। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। আজ সেই মামলাতেই বড়সড় স্বস্তি পেলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা। বিচারপতি সঞ্জয় কিষাণ কলের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই মামলায় রায় দিয়েছেন। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনভাবেই কৈলাশ সহ এই ৫ বিজেপি নেতাকে আপাতত গ্রেফতার করতে পারবে না রাজ্য। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই মামলার পরের শুনানি না হওয়া পর্যন্ত বিজেপি নেতাদের কাউকে গ্রেফতার করতে পারবে না তারা। 
 

 

জানা গিয়েছে, কৈলাশ বিজয়বর্গীর বিরুদ্ধে মামলার সংখ্যা সব থেকে কম, ৪। তবে মুকুল রায়ের বিরুদ্ধে ১৯ টি মামলা, দিলীপ ঘোষের বিরুদ্ধে ২৪ টি, বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে ৬টি, অর্জুন সিংয়ের বিরুদ্ধে সংখ্যাটা ৬৪, পবন সিংয়ের ক্ষেত্রে ৯ এবং সৌরভ সিংয়ের ক্ষেত্রে মামলার সংখ্যা ১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 7 =