Aajbikel

রাঘব বোয়ালদের কেন এখনও স্পর্শ করা হল না? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে CBI

 | 
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ‘মিডলম্যান’ প্রসন্ন রায়৷ তাঁর জামিন মামলাতেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ শীর্ষ আদালতের প্রশ্ন, কেন ‘রাঘব বোয়াল’দের এখনও ছুঁয়ে দেখা হল না৷ এদিন শীর্ষ আদালত জানতে চায়, যাঁদের জন্য টাকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সিবিআইয়ের বক্তব্য, কয়েকজন রাজ্য সরকারি কর্মচারীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্য সরকারের থেকে এখনও পাওয়া যায়নি।

নিয়োগ দুর্নীতি মামলায় আজ সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন রায়। নিয়োগ দুর্নীতিতে এই প্রসন্নর ভূমিকা ছিল ‘মিডলম্যান’-এর৷ গত বছর সিবিআই-এর হাতে ধরা পড়েন তিনি। প্রসন্নর কর্মজীবন শুরু হয়েছিল একজন রঙের মিস্ত্রি হিসাবে। সিবিআই যখন তাঁকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে, তখন তিনি কয়েক কোটি টাকার মালিক৷ এও জানা যায়, প্রসন্ন নাকি  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তবে শুক্রবার নিয়োগ মমলায় প্রসন্নকে জামিন দেয় শীর্ষ আদালত৷ 

Around The Web

Trending News

You May like