কলকাতা: রাজ্যের স্বেচ্ছাসেবক সংগঠনগুলির জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সামাজিক প্রতিনিধি সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে সংগঠনগুলির সমর্থন চেয়ে বললেন, “আপনারা আজ আমাকে সমর্থন করুন। কাল আমি আপনাদের কাজ দেব।” আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো দুষলেন বিজেপি সরকারকেও।
এদিন রাজ্যের সামাজিক প্রতিনিধিদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি বিজেপি সরকারের মতো প্রতিশ্রুতি দিই না। আমি ফলশ্রুতি দিই। কারণ প্রতিশ্রুতি দেওয়া আমি অপরাধ বলে মনে করি। কারণ প্রতিশ্রুতি দিলে সব সময় কথা রাখা যায় না।” ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “বিজেপি সরকারে আসার পর অনেক এনজিও আছে যাদের বাতিল করে দেওয়া হয়েছে। যাতে মানুষ ফরেন ফান্ড না পান। খ্রিস্টানদের জন্য এনজিও কিংবা আদিবাসীদের জন্য এনজিও, যারা বিজেপির মনোভাবের নয় তাদের বাতিল করে দেওয়া হয়েছে।”
রাজ্যের সংগঠনগুলিকে উদ্দেশ্য করে তৃণমূল দলনেত্রীর আশ্বাস, “অনেক সামাজিক ও ধর্মীয় সংগঠন রয়েছে যারা মানুষের জন্য কাজ করতে চায়। কিন্তু অর্থের অভাবে ও বিভিন্ন সমস্যার জন্য তারা সে কাজ করতে পারে না। আমি কথা দিচ্ছি আমাদের সরকার গঠিত হওয়ার পরে আমরা এটা দেখব যে কারা কারা আমাদের সমাজকল্যানে কতটা সাহায্য করতে পারেন। তাদের আমরা কাজ দেব। আপনারা কাজ করবেন। বাংলার যেকোনও প্রান্ত থেকে যে কোনও সংস্থা আসুক, আমাদের সরকার আপনাদের কাজে লাগাবে। আপনারা যাতে মানুষের কাজে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে পারেন সেটা আমরা সুনিশ্চিত করব।”
তিনি বলেন, “আজকে যারা এই সম্মেলনের আয়োজন করেছেন তাদের কাছে আমি আর্জি জানাব, এখানে উপস্থিত সমস্ত সংগঠনের নাম, ফোন নম্বর, ঠিকানা-সহ সমস্ত তথ্য তৈরি করে রাখতে। আজকে যারা এখানে এসেছেন কিংবা আসতে পারেননি অথচ আমাদের সমর্থক, তাদের পুরো তালিকা আমার চাই। আমার নতুন সরকার আসলে কাজ শুরু হবে। আমি এখন কথা দিতে পারছি না। কারণ আর দু-তিন দিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে। এখন কথা দিলেও কার্যকর করতে পারব না। আমি সেই কথাই দিই যেটা কার্যকর করতে পারব। আমি শুধু এটুকুই বলব, আপনারা এখন আমাকে সমর্থন করুন। ভবিষ্যতে আমি আপনাদের কাজ দেব।”