হাওড়া পুরসভার পরিচালনাধীন পদ্মপুকুর জল প্রকল্পের মূল সরবরাহ লাইন ও অন্যান্য কিছু লাইনের জরুরি সংস্কারের জন্য আগামীকাল, রবিবার দুপুর ১২টা থেকে পুরসভার ১ থেকে ৫০ ও ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্কারের কাজ ঠিকভাবে শেষ হলে আগামী সোমবার দুপুরের আগে জল সরবরাহ স্বাভাবিক হবে। তা না হলে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুরসভার জল সরবরাহ বন্ধ থাকবে। তবে পুরসভার অফিসাররা আশা করছেন, সোমবার দুপুরের মধ্যেই কাজ সম্পন্ন করে ফেলা সম্ভব হবে। এর ফলে শহরের অধিকাংশ এলাকা রবিবার দুপুরের পর থেকে নির্জলা থাকবে।
রবিবার দুপুর থেকে হাওড়ায় জল বন্ধ সরবরাহ
হাওড়া পুরসভার পরিচালনাধীন পদ্মপুকুর জল প্রকল্পের মূল সরবরাহ লাইন ও অন্যান্য কিছু লাইনের জরুরি সংস্কারের জন্য আগামীকাল, রবিবার দুপুর ১২টা থেকে পুরসভার ১ থেকে ৫০ ও ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্কারের কাজ ঠিকভাবে শেষ হলে আগামী সোমবার দুপুরের আগে জল সরবরাহ স্বাভাবিক হবে।