এবার বাংলায় ডিমের যোগান মেটাবে রাজ্য নিজেই

স্বনির্ভরতার লক্ষ্যে পোল্ট্রি ফার্ম তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা: এবার বঙ্গে ডিমের সমস্যা মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। হিসেব বলছে, রাজ্যে ডিমের যোগান মেটাতে প্রায় চারশ কোটি ডিম বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয়। তাই স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার পোল্ট্রি ফার্ম তৈরি করার সিদ্ধান্ত নিতে চলেছে।

মঙ্গলবার উত্তরবঙ্গের কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে প্রতিবছর মোট ৩৯০ কোটি ডিম ভিন রাজ্য থেকে আমদানি করতে হয়। আগামী তিন বছরের মধ্যে রাজ্য ডিম উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে। বর্তমান বাজার দর অনুযায়ী মাছ, মাংসের দাম বেশ ঊর্ধ্বমুখী। সেই তুলনায় ডিম অনেকটাই সহজলভ্য। তাই আমজনতার হেঁসেলে ডিমের বিকল্প মেলা ভার। আর সেই ডিমের যোগানে যাতে অন্য রাজ্যের মুখেপেক্ষি না হতে হয়, সেজন্য মমতা সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি আমজনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =