super numeric post
কলকাতা: মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি রাজ্যে এমন চাকরি প্রার্থীর সংখ্যা বহু৷ সেই সকল বঞ্চিত যোগ্য প্রার্থীর জন্য ১৬ হাজার সুপার নিউমোরারি পোস্ট তৈরি করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শুধু ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরিপ্রার্থীরাই নয়, যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদেরও ওই তালিকায় রাখতে হবে।
রাজ্যের এই নির্দেশ নিয়েই বুধবার প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসি কে এই বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ বিচারপতির প্রশ্ন, “এই পোস্টটা তৈরি হয়েছে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের জন্য। তাহলে এই পোস্টের বিজ্ঞপ্তিতে কেন লেখা ছিল, ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাঁদের নামও ওই তালিকায় থাকবে? এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন প্রয়োজন? কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?’’