কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে বিভিন্ন পন্থা অবলম্বন করে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছানোর চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। একে একে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, বিজেপি সকলেই নির্বাচনী প্রচারে আরো বিনোদন আনতে বিখ্যাত সব গানের প্যারোডি বানিয়েছে। বিজেপি বানিয়েছে ‘বেলা চাও’, সিপিএম বানিয়েছে ‘টুম্পা সোনা’, ‘উরি উরি বাবা’ গানের প্যারোডি। তৃণমূল কংগ্রেস নিজেদের প্রচার গান বানিয়ে ভাইরাল করে দিয়েছে। সেই গান ‘খেলা হবে’ এখন বাম্পার হিট। এই আবহে দলের প্রচারের জন্য এক অন্যরকম অভিনব পন্থা অবলম্বন করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রত্যেকে ছোটবেলায় এই গেমটি অবশ্যই খেলেছেন, প্রত্যেকের ছোটবেলার সেই বিখ্যাত মারিও গেমের ভিডিও নতুন করে সাজালো তৃণমূল কংগ্রেস। এখানে ‘সুপার মারিও’ মমতা বন্দ্যোপাধ্যায়।
গেমের যে ভিডিও লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস সেখানে দেখা যাচ্ছে, ‘সুপার মারিও’ রূপে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওর প্রত্যেকটি ধাপে ধাপে বোঝানো হয়েছে কিভাবে বাংলায় উন্নয়ন এনেছেন তিনি। দুই বারের মুখ্যমন্ত্রীর পর এবার যে তিনি তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেটাও ফুটে উঠেছে এই ভিডিওতে। একইসঙ্গে, ভিক্টোরিয়ার ছবি থেকে শুরু করে খেলা হবে স্লোগান ধরা পড়েছে ভিডিওতে। এই ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়েছে, “বাংলায় উন্নয়নের দিশা দেখাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে! বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে! তাইতো বলি, এবার খেলায় জিতবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে!”