কলকাতা: রবিবারের ব্রিগেড সমাবেশ ঘিরে নতুন করে উজ্জীবিত হচ্ছেন বাম কর্মী সমর্থকরা৷ প্রথম থেকেই সিপিএম নেতারা জানিয়েছেন, এবারের ব্রিগেড হতে চলেছে সাধারণ মানুষের ব্রিগেড৷ গত চার দিন ধরে প্রস্তুতি সেরেছেন বাম নেতা-কর্মীরা৷ জেলা থেকে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কর্মী সমর্থকরা৷ তাঁদের বিভিন্ন ধর্মশালায় রাখা হয়েছে৷
ব্রিগেড সমাবেশের পাশে থাকার ব্যবস্থাও করা হয়েছে৷ কর্মীদের মুখে খাবার তুলে দিতে কর্মী সমর্থকরা খাবার সংগ্রহ করেছেন৷ ছোট ছোট গাড়িতে করে সেই খাবার তাঁদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ এবারের ব্রিগেড যাতে সফল হয়, তার জন্য চেষ্টার ত্রুটি রাখেনি বামপন্থী দলগুলি৷ লোকসভায় নির্বাচনের আগে এই ব্রিগেডকে সফল করা বামেদের কাছে নিজেদের লড়াইয়ে ফিরে আসার চ্যালেঞ্জ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শনিবার জানান, রবিবার ব্রিডেগ বলে দেবে পশ্চিমবঙ্গে বামেরা প্রাসঙ্গিক কি না৷
এর আগে ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করে তৃণমূল৷ সেখানে দেশের বিজেপি বিরোধী দলগুলির নেতারা হাজির ছিলেন৷ বামেদের ব্রিগেডে তেমন কোনও বড় চমক না থাকলেও ভিড় যে হবেই তা শনিবার সাফ জানিয়ে দিয়েছেন বিমান বসু৷ এবারের ব্রিগেডের অন্যতম চর্চার বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর উপস্থিতি৷ গত কয়েক দশকে বামেদের সমস্ত ব্রিগেডের মুখ ছিলেন বুদ্ধদেব৷ কিন্তু এখন তাঁর শরীর ভাল নয়৷ বাড়ি থেকে বেরতে পারেন না৷ তাই শেষমেশ বুদ্ধবাবু আসবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে৷ বামফ্রন্ট চেয়ারম্যান জানান, চিকিৎসক অনুমতি দিলেই আসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷