আমফানের ক্ষত আগলে যশের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত সুন্দরবন!

আমফানের ক্ষত আগলে যশের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত সুন্দরবন!

ক্যানিং: এখনও দগদগে আমফানের ক্ষত৷ স্মৃতির পাতায় স্পষ্ট প্রকৃতির সেই তাণ্ডব! একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড়৷ আতঙ্ক আগলে লড়াইয়ে প্রস্তুত সুন্দরবন!

বছর ঘুরলেও আমফানের ধাক্কা সামলে উঠতে পারেননি সুন্দরবন৷ ফের আরও এক ঘূর্ণিঝড় ‘যশে’র আতঙ্ক চেপে বসেছে সুন্দরবনবাসীর মনে। নোনা জলে আষ্টেপিষ্টে বাঁধা সুন্দরী অরণ্যের জীবন-জীবিকার লড়াই৷ গত মে মাসে আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা৷ ধসে পড়েছিল ভিটেমাটি৷ বাঁধ ভেঙে নোনা জল ঢুকে বিঘের পর বিঘে ক্ষেতের ফসল নষ্ট৷ আমফান উড়ে দিয়েছেন সুখের আশ্রয়৷ ভিটেমাটি মেরামতের চেষ্টায় বছর পার হয়েছে৷ ফের সব হারানোর ভয় তাড়া করছে সুন্দরবন বাসীদের মনে৷

আতঙ্ক ঘুম ছুটিয়ে দিয়েছে রায়দিঘি, সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, ক্যানিং এবং গোসাবার মতো বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের৷ তবে রুখে দাঁড়াতে জানে সুন্দরবন৷ চোয়াল শক্ত করে ঝড় বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুন্দরবনের বাসিন্দারা৷ তাঁরা জানেন, সমুদ্র যা কেড়ে নেয় তা আবার ফিরিয়ে দেয়৷ এবারও হইতো আশ্রয় ছিনিয়ে নিয়ে ফিরিয়ে দেবে প্রাণ৷ ঝড় তো কোনও এক সময় থেমে যাবে, শান্ত হবে সমুদ্র৷ আবার গভীর সমুদ্র ফিরিয়ে দেবে জীবিকা৷ আবার শুরু হবে ভাঙা-গড়ার লড়াই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − eight =