সুন্দরবন: ফের অল্পের জন্য প্রাণে রক্ষা৷ আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক কাঁকড়া শিকারি। আক্রান্তের নাম আশিস দাস। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সুন্দরবনের ৭ নম্বর পীরখালি জঙ্গল লাগোয়া এলাকায়।
স্থানীয় সূত্রের খবর: গোসাবা ব্লকের বালি-২ নম্বর গ্রামপঞ্চায়েতের বিজয়নগর গ্রামে থেকে চারজনের সঙ্গে নৌকা করে সুন্দরবনের জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আশিস। রবিবার রাতে পীরখালি ৭ নম্বর জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে কাঁকড়া ধরার জন্য দোন ফেলছিল তারা। অন্ধকারে সুযোগ বুঝে জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। আচমকা ঝাঁপিয়ে পড়ে আশিসের উপর।
তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঘের মুখ থেকে সঙ্গীকে ফিরিয়ে আনতে চার সঙ্গী কাঁকড়া ধরার শিক আর নৌকার বৈঠা নিয়ে বাঘের গতি পথ আটকে প্রতিরোধ গড়ে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘শুরু হয় বাঘে মানুষে খন্ড যুদ্ধ । শিকার ছাড়তে নারাজ বাঘ তার ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারন করে হুঙ্কার করতে থাকে। শেষমেষ বেগতিক বুঝে দক্ষিণ রায় শিকার ছেড়ে গভীর জঙ্গলে গা ঢাক দেয়।’’
এক মুহূর্ত দেরি না করে সঙ্গীকে তাকে উদ্ধার করে নৌকায় তোলে। দ্রুত নৌকার হাল বেয়ে গোসাবায় পৌঁছায় তারা। সেখানে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় রাতেই তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই কাঁকড়া শিকারি। প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে তিনবার বাঘের আক্রমণের মুখে পড়লেন কাঁকড়া শিকারিরা৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷