আজ বিকেলে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব

আজ বিকেলে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব

কলকাতা: রাজ্যে পুর নির্বাচনে বেপরোয়া অশান্তির ঘটনা নিয়ে বিস্তারিত জানতে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য নির্বাচন কমিশনারকে আজ বিকালে রাজভবনে তলব করেছেন। প্রথমে আজ সকাল দশটার মধ্যে কমিশনারকে দেখা করার কথা বলা হলেও তা পরিবর্তন করা হয়৷ নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য সহ এবং হাওড়া পুর নিগমের ভোট কেন স্থগিত রাখা হল, তা জানতে চেয়ে কমিশনার সৌরভ দাসকে বিকেল সাড়ে তিনটের সময় রাজভবনে আসার কথা বলা হয়েছে বলে রাজ্যপাল আজ সকালে ট্যুইট করে জানিয়েছেন।

পুরসভার ভোট এবং হিংসা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন, এমনই মত তাঁর। সেই প্রেক্ষিতেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে দেখা করতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকালের ভোটে এমন পরিস্থিতি কেন হল সেই ব্যাপারে তিনি জানতে চাইবেন বলেই মনে করা হচ্ছে। যদিও গতকাল সাংবাদিক বৈঠক করে ভোট প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছিল, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। অভিযোগ জমা পড়েছে ১ হাজারটি, অশান্তির আশঙ্কায় ৭৮৭ জনকে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কমিশনের এও দাবি যে, অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গেই তার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 18 =