কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতির জন্য ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক পরীক্ষা, বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শহর কলকাতায় বড়বাজার এবং তার সংলগ্ন একাধিক এলাকার দোকানপাট বন্ধ থাকবে আগামী রবিবার পর্যন্ত। এবার হাইকোর্টের গরমের ছুটি এগিয়ে এলো করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে। জানা গিয়েছে এমন টাই।
৩ মে থেকে ১৫ মে হাইকোর্টে গরমের ছুটি থাকবে। মূলত ব্যাপক সংক্রমণ বৃদ্ধি এবং সামগ্রিকভাবে করোনাভাইরাস পরিস্থিতি অবনতির ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২৪ মে থেকে ৪ জুন গরমের ছুটি নির্ধারিত ছিল হাইকোর্টের। সেটাই এগিয়ে আনা হয়েছে। ২ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ঠিক তার পরের দিন অর্থাৎ সোমবার থেকেই গরমের ছুটি শুরু হয়ে যাবে হাইকোর্টের। গরমের ছুটি এগিয়ে আসায় এই সময় যে মামলার শুনানি ছিল সেগুলিকেও পিছিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এবার এইটাই দেখার যে হাইকোর্টের মতো রাজ্যের অন্যান্য আদালত একই সিদ্ধান্ত বশবৎ করে কিনা। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৮৬,৪৫২ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩,৪৯৮ জনের। এই নিয়ে পর পর ৩ দিন ৩ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন। এদিন পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত হয়েছেন ১৭,৪০৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮৯ জনের।
পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা ভাইরাসে যে ভাবে মৃত্যু বেড়ে চলেছে তার মধ্যে ২৫ শতাংশ ভারতের! গত ২৮ এপ্রিল গোটা বিশ্বে ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১২ হাজার ৩০৩ মানুষ, সেই দিন ভারতে মারা যান ৩ হাজার ২৯৩ জন। অর্থাৎ, বিশ্বে প্রতি চারজন মৃতের মধ্যে একজন ভারতীয়। অর্থাৎ দেশে যে হারে সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়ে চলেছে তা বিশ্বের নিরিখেও যথেষ্ট ভয়ঙ্কর বলেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।