দায়িত্ব সামলানো সম্ভব নয়! বিজেপিকে ধাক্কা দিয়ে পদ ছাড়লেন সুমন

দায়িত্ব সামলানো সম্ভব নয়! বিজেপিকে ধাক্কা দিয়ে পদ ছাড়লেন সুমন

কলকাতা: আবার ধাক্কা বঙ্গ বিজেপিতে। পদ ছাড়লেন নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য বিজেপির সাংস্কৃতিক আহ্বায়ক ছিলেন। দলের উপেক্ষার কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে কার্যত স্বীকার করে নিয়েছেন সুমন। তিনি বলেন, কোনও ব্যক্তি স্বার্থের সংঘাত কিছুই নেই, শুধু মাত্র তিনি নিজের ব্যক্তিগত ব্যস্ততার জন্য সময় দিয়ে উঠতে পারছেন না তাই তিনি এই পদ ছেড়েছেন। এত গুরুদায়িত্ব তাঁর পক্ষে পালন করা আর সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন সুমন। ভবানীপুর নির্বাচনে তাকে দেখা যায়নি, এই ইস্যুতে তিনি কার্যত হতাশার সুরে বলেছেন যে তাকে হয়তো দলের প্রয়োজন পড়েনি বা হয়ত ডাকতে ভুলে গেছে! যদিও তিনি দল ছাড়ার কথা এখনো পর্যন্ত বলেননি। সুমনের বক্তব্য, তিনি সাধারণ কর্মী হিসেবে থাকবেন কিন্তু কোন পদে থাকবেন না। তৃণমূলে যাওয়ার বিষয়টি নিয়েও বেশি আমল দিতে চাননি অভিনেতা। 

আরও পড়ুন- বন্ধুকে সকালের আদরে ভরিয়ে দিলেন সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো

বর্তমানে বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য ও সাংস্কৃতিক সেলের আহ্বায়ক পদে ছিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, তারপর থেকেই সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। চলতি বছর বিধানসভা নির্বাচনের সময়েও তাঁকে দলের হয়ে প্রচারে দেখা যায়, একই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে দলের মুখপাত্রের ভূমিকা পালন করেন তিনি। কিন্তু বিগত কয়েক দিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল তাঁর। অবশেষে পদ ত্যাগ করলেন সুমন। আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। আর এর সঙ্গে সঙ্গেই তাঁর তৃণমূল যোগের জল্পনা বেড়ে গিয়েছে। যদিও তিনি নিজে বলছেন যে, এমন কোনও সম্ভাবনা নেই। কারণ দল তিনি ছাড়েননি, শুধু পদ ছেড়েছেন। কিন্তু তিনি যে বিজেপির নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে খুব একটা খুশি নন তা একদমই স্পষ্ট।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =