‘ত্রিপুরায় ঘর ছাড়া বিরোধীরা, মহিলারা অত্যাচারিত, মানবাধিকার কমিশন চুপ কেন?’

‘ত্রিপুরায় ঘর ছাড়া বিরোধীরা, মহিলারা অত্যাচারিত, মানবাধিকার কমিশন চুপ কেন?’

কলকাতা:  বৃহস্পতিবার সাংবাদিক সন্মেলন করে একাধিক ইস্যুতে বিজেপি’কে তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়৷ ত্রিপুরায় হিংসা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন চুপ কেন? প্রশ্ন তুললেন তিনি৷ ভোটের দিন শীতলকুচিতে চারজনের মৃত্যু নিয়েও সুর চড়ান তৃণমূল সাংসদ৷ 

আরও পড়ুন- রাজ্যপালের পিছনে ‘দেবাঞ্জনের দেহরক্ষী’! কী সম্পর্ক? ছবি দেখিয়ে বিস্ফোরক সুখেন্দু

এদিন সুখেন্দুবাবু বলেন, গত এপ্রিলে অটোনমাস কাউন্সিলের নির্বাচনে খুবই খারাপ ফল করেছিল বিজেপি৷ নতুন একটি দল অধিকাংশ আসনে জয়ী হয়৷ এর পর থেকেই ত্রিপুরায় বিরোধীদের পার্টি অফিস পোড়ানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, বিরোধীদের উপর অত্যাচার করে তাঁদের ঘর ছাড়া করা হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে৷ অথচ জাতীয় মানবাধিকার কমিশন বা স্বরাষ্ট্র দফতরের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি৷ ত্রিপুরায় হিংসার বাতাবরণ তৈরি হয়েছে৷ মানবাধিকার বিষয়টি কী শুধু বিজেপি বিরোধী রাজ্যেই প্রযোজ্য? যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কি মানবাধিকার নেই? প্রশ্ন তোলেন তিনি৷ 

আরও পড়ুন- প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে! তিন জেলায় লাল সর্তকতা

পাশাপাশি তিনি বলেন, শীতলকুচিতে চার জন ভোটারকে গুলি করে হত্যা করা হয়েছে৷ এই ঘটনায় কেন্দ্রীয় সরকার বা মানবাধিকার কমিশন কোনও পদক্ষেপ করেনি৷  ত্রিপুরার ঘটনা উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছি৷ অত্যাচারিতরাও পুলিশে অভিযোগ জানিয়েছে৷ কিন্তু কোনও অভিযোগ গ্রহণ করা হয়নি৷ না কোনও তদন্ত হয়েছে৷ মানবাধিকারের বিষয়টি প্রহসনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে৷  বেছে বেছে কেন নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলকে নিশানা করা হচ্ছে? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eight =