রাজ্যপালের পিছনে ‘দেবাঞ্জনের দেহরক্ষী’! কী সম্পর্ক? ছবি দেখিয়ে বিস্ফোরক সুখেন্দু

রাজ্যপালের পিছনে ‘দেবাঞ্জনের দেহরক্ষী’! কী সম্পর্ক? ছবি দেখিয়ে বিস্ফোরক সুখেন্দু

কলকাতা: ভ্যাকসিন প্রতারক দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক তুলে ধরতে এবার তথ্য প্রমাণ নিয়ে আসরে নামল তৃণমূল৷ সাংবাদিক বৈঠকে একের পর এক ছবি তুলে ধরলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়৷  যেখানে রাজ্যপালের ঘনিষ্ঠ বৃত্তে দেখা গেল দেবাঞ্জনের দেহরক্ষীকে৷ এই দেহরক্ষীর মাধ্যমেই বিশেষ ব্যক্তির কাছেই খামে ভরা উপহার যেত, অভিযোগ সুখেন্দু শেখর রায়ের৷ প্রতারক দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে কেন? প্রশ্ন তোলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘খামখেয়ালী লকডাউন চলছে বাংলায়!’ ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি বিজেপির

এদিন তৃণমূল সাংসদ বলেন, এই বিষয়টি তদন্তকারী অফিসারদের গোচরে বিষয়টি আনছি৷ আমরা চাই আসল সত্যটা সামনে আসুক৷ কারণ, এই ঘনিষ্ঠতার গুরুত্ব বোঝাই যাচ্ছে৷ এর পরেই একটি ছবি তুলে ধরেন সুখেন্দু বাবু। যেখানে দেখা যায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতারক দেবাঞ্জনের ঠিক পিছনেই রয়েছে তার নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য৷ এর পর অপর একটি ছবি তুলে ধরেন তিনি৷ যেখানে ওই অরবিন্দ বৈদ্যকেই দেখা যায় রাজ্যপাল ও তাঁর পরিবারের সদস্যদের পিছনে দাঁড়িয়ে থাকতে। সুখেন্দু শেখর রায় বলেন, এই নিরাপত্তারক্ষীর মাধ্যমেই নাকি, কিছু বিশিষ্ট ব্যক্তির কাছে মাঝে মধ্যে খাম এবং উপহার যেত৷ উল্লেখ্য, তৃণমূলের প্রকাশিত এই ছবির সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷

আরও পড়ুন- আজ দেশজুড়ে পালিত হচ্ছে চিকিৎসক দিবস, জানুন এর ইতিহাস

তিনি বলেন, যদি দেখা যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে এই প্রতারকের নিরাপত্তারক্ষীর কোনও যোগসাজশ আছে, বা এই ছবিটা সত্য, তাহলে শুধু রাজ্য নয়, দেশের পক্ষে ভয়ঙ্কর৷ রাজ্যপালকে বরখাস্ত করা উচিত৷  অন্যদিকে, পাল্টা সুর চড়িয়ে দিলীর ঘোষ বলেন, তৃণমূলের মাথার ঠিক নেই৷ একের পর এক প্রতারণা সামনে আসছে৷ রাজ্যপালকে তারা সহ্য করতে পারছে না জানি৷ তার মনে প্রমাণ ছাড়া যা ইচ্ছে বলবে সেটা মেনে নেওয়া যায় না৷ মিথ্যে কথা বলে পিঠ বাঁচানো যাবে না৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =