গরু পাচার মামলায় কেষ্ট-কন্যা সুকন্যাকে জামিন দিল্লি হাই কোর্টের

নয়াদিল্লি: গরু পাচার মামলায় অবশেষে মিলল জামিন৷ দীর্ঘ ১৫ মাস পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জামিন দিল দিল্লি হাই কোর্ট। গ্রেফতার হওয়ার…

Sukanya Mondal released on bail cattle smuggling case Anubrata Mondal

নয়াদিল্লি: গরু পাচার মামলায় অবশেষে মিলল জামিন৷ দীর্ঘ ১৫ মাস পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জামিন দিল দিল্লি হাই কোর্ট। গ্রেফতার হওয়ার পর থেকেই সুকন্যার ঠিকানা ছিল দিল্লির তিহাড় জেল৷ ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কেষ্ট-কন্যা। তবে একই মামলায় এখনও জেলবন্দি অনুব্রত মণ্ডল। (Sukanya Mondal released on bail)

সুকন্যার জামিনের আবেদন মঞ্জর

২০২৩ সালের এপ্রিল মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত কন্যা। তিনি বারবার জামিনের আবেদন জানালেও, আদালত তাঁর আবেদনে সাড়া দেয়নি। অবশেষে সুকন্যার জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাই কোর্ট। সূত্রের খবর, সম্ভবত বুধবার তিহাড় জেল থেকে মুক্তি পাবেন সুকন্যা।

এদিকে, সুকন্যার জামিনের খবর মিলতেই উচ্ছ্বাস শুরু হয় বীরভূমের তৃণমূল কর্মীদের মধ্যে। এক তৃণমূল নেতা বলেন,

‘‘এটা আমাদের কাছে এটা নিঃসন্দেহে স্বস্তির খবর। আমরা এখন কেষ্টদার মুক্তির অপেক্ষায়।’’

আরও পড়ুন-

সন্দীপের ইশারায় আরজি করে ‘থ্রেট কালচার’! 

‘এক্সেল শিট জুড়ে টাকার হিসাব’

কর্মবিরতিতে অনড়! 

RG Kar: এক মাসে যা করল সিবিআই! 

গোপনাঙ্গ ছুঁয়ে প্রশ্ন, ‘ডু ইউ লাইক দিস?’ 

 Bengal: Sukanya Mondal, daughter of Trinamool Congress leader Anubrata Mondal, has been granted bail after 15 months in Tihar Jail in connection with a cattle smuggling case filed by the ED. Get the latest updates on her release and the ongoing case. Sukanya Mondal released on bail