‘যেখানে বিজেপি শক্তিশালী সেখানে আমরাই বাহিনী…’, কমিশনের বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া সুকান্তর

‘যেখানে বিজেপি শক্তিশালী সেখানে আমরাই বাহিনী…’, কমিশনের বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া সুকান্তর

কলকাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি৷ কেন্দ্রীয় বাহিনী নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে৷ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এলেও তারা বুথে থাকবে কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে৷ বাহিনী মোতায়েন প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শনিবার তা উল্লেখ করে নিজের প্রতিক্রিয়া জানান বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশন কেন বুথে কেন্দ্রীয় বাহিনী রাখছে না, সেটা আর আমার বলার প্রয়োজন নেই। বুথে ও ভোট গণনা কেন্দ্রে সমস্তরকমভাবে ম্যানুপুলেশানের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে। যেখানে বিজেপি শক্তিশালী সেখানে বুথে আমরাই কেন্দ্রীয় বাহিনীর কাজ করব।’

শনিবারের সাংবাদিক বৈঠক থেকে সুকান্ত আরও বলেন, ‘আমরা পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে চাই, চোর মুক্ত করতে চাই’৷ একইসঙ্গে, আবাস যোজনা, ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, জল জীবন প্রকল্পের মতো বিষয়গুলির উপর জোড় দেওয়ার কথাও উল্লেখ করেন৷ 

অন্যদিকে পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দেবে। নাকা চেকিংয়ের কাজে নিযুক্ত থাকবে। এমনকী মানুষের আস্থা অর্জনের কাজও করবে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজেও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। কিন্তু বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না সে বিষয়ে কোনও উল্লেখ নেই কমিশনের বিজ্ঞপ্তিতে। ফলে  প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথের নিরাপত্তাতেই থাকবে না কেন্দ্রীয় বাহিনী? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 3 =