মমতার বুথে, অভিষেকের নাকের ডগা দিয়ে এবার প্রচারে নামছেন সুকান্ত

মমতার বুথে, অভিষেকের নাকের ডগা দিয়ে এবার প্রচারে নামছেন সুকান্ত

কলকাতা: দায়িত্ব পেয়েই লড়াইয়ের ডাক দিলেন বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে প্রচারে নামতে চলেছেন তিনি৷ বলে রাখা ভালো এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন৷ তাই বলা যেতেই পারে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগা দিয়ে প্রচার শুরু করছেন সুকান্ত মজুমদার৷   

আরও পড়ুন- ডিভোর্স হচ্ছে বৈশাখীর? শোভনকে বিয়ে করা নিয়ে কৌতূহলী মন্তব্য

বুধবার ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামছেন সুকান্ত মজুমদার৷ জানা গিয়েছে, আজ ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জী রোড ও সুহাষিনী গাঙ্গুলি রোডের ক্রসিংয়ে অবস্থিত মিত্র ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে প্রিয়াঙ্কার হয়ে প্রচার শুরু করবেন নব নিযুক্ত রাজ্য সভাপতি। উল্লেখ্য বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায় এই বুথেরই ভোটার৷  প্রত্যেক নির্বাচনে এই স্কুলেই ভোট দেন তৃণমূল সুপ্রিমো৷ আর ঠিক সেই বুথের সামনে থেকেই লড়াইয়ের ডাক দিয়ে  প্রচার শুরু করছেন সুকান্ত৷ মমতার পাড়ায় দাঁড়িয়ে তাঁকেই চ্যালেঞ্জ ছুড়়ে দিতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি৷ শুধু তাই নয়, মিত্র ইনস্টিটিউশনের খুব কাছেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ বলা ভালো বাঁক ঘুরলেই তাঁর ঠিকানা৷ ভবানীপুরে প্রিয়াঙ্কার সমর্থনে বিজেপি’র প্রচারের স্থান নির্বাচন নিশ্চিত ভাবেই রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ৷ 

আরও পড়ুন- লাগাতার বৃষ্টির জেরে ভাঙন শুরু ভাগীরথীর! আতঙ্কে বাসিন্দারা

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন সুকান্ত৷ তাঁর কথায়, ‘বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেলে বার বার সে মানুষ মারার চেষ্টা করে৷ আমরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি৷ ভবানীপুরেও আবার তাঁকে হারানোর চেষ্টা করব৷’  যদিও সুকান্ত মজুমদারের কথায় বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল৷ পাল্টা কটাক্ষ করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘বাঘকেও অনেকে বাঘরোল ভেবে ভুল করেন৷ বাঘরোল যদি নিজেকে বাঘ ভাবে, ক্ষতি কী!’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =