‘২৬ সালে বাঘে গরুতে একঘাটে জল খাবে! বড় দাবি সুকান্তের

‘২৬ সালে বাঘে গরুতে একঘাটে জল খাবে! বড় দাবি সুকান্তের

কলকাতা: হিংসায় আবহে সবেমাত্র পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। এরপর রয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। কিন্তু রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের লক্ষ্য সেই ২০২৬ সালের বিধানসভা ভোট! আর সেই নির্বাচন নিয়েই এদিন ভবিষ্যতবাণী করে দিলেন তিনি। রাজ্যে আসা বিজেপির কেন্দ্রীয় দলের সঙ্গে বৃহস্পতিবার রাজভবনে যান সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়েই ‘২৬ সালের ভোট নিয়ে বড় দাবি করলেন তিনি। বললেন, ‘মহাজোটের’ কথা। 

বিজেপির রাজ্য সভাপতির কথায়, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস আগামী দিনে বিজেপির বিরুদ্ধে একজোট হবে। তাঁর ব্যাখ্যা, পঞ্চায়েত ভোটেই অনেক জায়গায় তৃণমূলকে জিতিয়েছে সিপিএম এবং কংগ্রেস। আসলে তারা সকলে ছদ্মবেশে লড়াই করছে একে অপরের বিরুদ্ধে। কিন্তু আদতে তারা একজোট হয়েছে বিজেপির বিরোধিতায়। সেই প্রেক্ষিতে বলাই যায়, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা এক আসনে থাকতেই পারে। সুকান্ত আরও বলেন, সাধারণ মানুষের চোখে ধুলো দিচ্ছে কংগ্রেস এবং সিপিএম। তারা আসলে তৃণমূলের সুবিধা করার জন্যই ভোটে অংশ নিচ্ছে। আগামী দিনে তা পরিষ্কার হবে। 

প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় দল এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে রাজভবনে। পাশাপাশি বিএসএফের স্পেশাল ডিজি স্তরের এক আধিকারিকও এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই তথ্যানুসন্ধান দলের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তাঁর সঙ্গে আছেন বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =