কলকাতা: বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর উপর জোড় দিয়েছিল গেরুয়া শিবির৷ এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবি তুলল রাজ্যের বিরোধী দল৷ বুধবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্য পুলিশ দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করা সম্ভবই নয়। তাই পুরসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীকেই চাই। প্রয়োজনে তিনি আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দেন৷
আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় সব্যসাচী দত্তর বাড়িতে অঞ্জনা বসু! তুঙ্গে BJP নেত্রীর দল বদলের জল্পনা
রাজ্য সরকারকে রীতিমতো তুলোধোনা করে সুকান্ত বলেন, বিধানসভা ভোটের আগেই পুর ভোটের দাবি জানিয়েছিল বিজেপি৷ কিন্তু শাসকদলের অন্য মতলব ছিল৷ তারা ভেবে রেখেছিল বিধানসভা ভোটের পর জেলায় জেলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোট করাবে৷ হিংসার মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে ভোট করানোর পরিকল্পনা ছিল তৃণমূলের৷ রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, ‘‘সেই কারণেই এতদিন পুরভোট ফেলে রেখেছিল।” এখানেই শেষ নয়৷ এদিন রাজ্য পুলিশকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি৷ সুকান্ত বলেন, ‘‘পশ্চিমবঙ্গে পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। তাই পুলিশের উপর কোনও ভরসা নেই।’
বালুরঘাটের বিজেপি সাংসদের দাবি, “রাজ্য পুলিশ দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ আমরা চাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্যে পুর ভোট হোক। প্রয়োজন হলে আদালতেও যাব।” তিনি আরও বলেন, “পুজোর পরে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তাই আমরা কম সংখ্যক তারকা প্রচারক আনছি। ফোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে৷ দিনহাটা এবং গোসবায় সন্ত্রাস চরমে পৌঁছেছে। তাই পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী চাই৷’’