উনি সাধারণ সদস্য! তথাগতর ‘বিদায়ী’ টুইটকে পাত্তাই দিলেন না সুকান্ত

উনি সাধারণ সদস্য! তথাগতর ‘বিদায়ী’ টুইটকে পাত্তাই দিলেন না সুকান্ত

কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন দল এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। এবার যেন তাঁর বিরুদ্ধে একেরপর এক কৌতূহল উদ্দীপক মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। আজ তথাগত রায় সোশ্যাল মিডিয়াতে যে মন্তব্য করেছেন তা নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই মনে করছেন তিনি হয়তো বিজেপি ছেড়ে দিতে পারেন। এই প্রেক্ষিতে কথা বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট বলেছেন যে তথাগত রায় দলে থেকেও কোনো লাভ হচ্ছে না। এবার তাঁকে দলের সাধারণ সদস্য বলে উক্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আজ তথাগত রায় যে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে তার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, তথাগত রায় সিনিয়র নেতা। তিনি কি লিখছেন সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন তিনি কোন পদে নেই, তিনি দলের সাধারণ সদস্য মাত্র। বিজেপি রাজ্য সভাপতি এই মন্তব্য কার্যত এটাই বুঝিয়ে দেয় যে তিনি দল ছাড়লেও হয়তো কিছু এসে যাবে না বিজেপি শিবিরের। এদিকে দিলীপ ঘোষের মন্তব্য একই রকম ইঙ্গিত দিচ্ছে। তাই এখন এটাই দেখার যে আদতে তথাগত রায় আগামী দিনে দল ছাড়ার সিদ্ধান্ত নেন নাকি পুরো ভোটের ফলাফলের পর আবার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়াতে ফিরে আসেন।

এদিন অবশ্য দল ছাড়ার কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি বর্ষীয়ান এই বিজেপি নেতা। তিনি এমন মন্তব্য করেছেন যার থেকে মনে হচ্ছে তিনি হয়তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন আগামী কয়েক সপ্তাহ। কিন্তু তিনি যে শব্দ প্রয়োগ করেছেন নিজের বক্তব্য পেশ করতে গিয়ে সেটা নিয়েই এখন আলোচনা সব জায়গায়। এই ইস্যুতে আবার তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। যদিও তাঁকে পাল্টা দিয়েছেন খোদ বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =