কলকাতা: নিজের রাজনৈতিক জীবনে এই প্রথমবার গোয়া সফরে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার পর নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একদিকে যেমন আক্রমণ করেছেন বিজেপি এবং কংগ্রেসকে, ঠিক অন্যদিকে উন্নয়নের কথা বলে গোয়ার মানুষকে নিজের দলকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। যদিও মমতার এই গোয়া সফরকে চরম কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন, অন্যের ঘর ঝাড় দেবে বলে দৌড়ে বেড়ানো হচ্ছে! একই সঙ্গে মমতার উন্নয়ন প্রসঙ্গ টেনে একহাত নিয়েছেন সুকান্ত।
বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, যে নিজের ঘর সামলাতে পারে না সে অন্যের ঘর ঝাড় দেবে বলে দৌড়ে বেড়াচ্ছে! পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে বহু মানুষ বাইরের রাজ্যে চলে যাচ্ছেন, কিন্তু সেই দিকে সরকারের নজর নেই। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে উন্নয়নের কথা বলছেন। সুকান্তর কথায়, আগে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে উন্নয়ন করুন, কর্মসংস্থানের ব্যবস্থা করুন তারপর অন্য রাজ্যের কথা বলবেন। এর পাশাপাশি সুকান্ত মজুমদার আরও দাবি করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানেন না।
প্রসঙ্গত, আজ গোয়ায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দলের নামের অর্থ নতুনভাবে ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টিএমসি মানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়। টিএমসি মানে ‘টেম্পেল-মস্ক-চার্চ’! অর্থাৎ মন্দির, মসজিদ এবং গির্জা। অবশ্য ভাবে বোঝা যাচ্ছে যে এই ব্যাখ্যার মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন যে তিনি দেশের সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখার কাজ করছেন। একই সঙ্গে মমতার এই মন্তব্যে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে বিজেপির বিরুদ্ধে তিনি আরো গভীরভাবে লড়াই করতে চান। কারণ নিজের দলের এই ব্যাখ্যা দিয়ে তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলতে চাইলেন।