টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছে বিজেপি! তদন্তের নির্দেশ সুকান্তর

টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছে বিজেপি! তদন্তের নির্দেশ সুকান্তর

কলকাতা: চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে একাধিক অডিও ফাঁস হয়েছিল যেখানে একদিকে চাপে পড়ে ছিল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি। এবার পুরভোটের আগে একই রকমের ঘটনা ঘটলো যাতে বিপাকে পড়েছে পদ্মফুল শিবির। কারণ এবার অভিযোগ, টাকার বিনিময়ে পুরসভার আসনের টিকিট বিক্রি করছেন এক বিজেপি নেতা! এই সংক্রান্ত একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এটিকে হাতিয়ার বানিয়ে গেরুয়া বাহিনীকে আক্রমণ করেছে ঘাসফুল শিবির। আর তাই চুপচাপ বসে না থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

যে অডিও ভাইরাল হয়েছে তাতে শোনা যাচ্ছে, বিজেপির এক নেতা পুরসভার নির্বাচনের জন্য টিকিট বিক্রি করতে চাইছেন। একটি আসনের জন্য ন্যূনতম ১ লক্ষ টাকা দেওয়ার দাবি করছেন তিনি। এমনকি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম নিয়েছেন তিনি। জানা গিয়েছে অডিওতে যার গলা শোনা যাচ্ছে তিনি বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রীতম সরকার নামের এক ব্যক্তি। একই সঙ্গে এই ঘটনায় নাম জড়িয়েছে হিন্দুস্তান আওয়ামী মোর্চার রাজ্য সভাপতি শতদ্রু চৌধুরীর। পরিস্থিতি সামাল দিতে এবার আসলে নেমেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেই প্রেক্ষিতে তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত রিপোর্ট তলব করেছেন।

স্বাভাবিকভাবেই পুরভোটের আগে বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। আর এই সুযোগের সদ্ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ আক্রমণ করেছেন বিজেপিকে এবং বলেছেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত। তবে বিজেপি টিকিট দেওয়ার নামে টাকা তুলছে এটাই ওদের সংস্কৃতি। কটাক্ষ করেছেন তৃণমূল নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *