শ্রাবন্তীর দল ছাড়ার ‘আসল’ কারণ ব্যাখ্যা সুকান্তর! শমীক বললেন, ফারাক পড়বে না

শ্রাবন্তীর দল ছাড়ার ‘আসল’ কারণ ব্যাখ্যা সুকান্তর! শমীক বললেন, ফারাক পড়বে না

0f919537eb8ed9252e10a7ebf5aa90a2

কলকাতা: বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ৯ মাসের মধ্যেই মোহভঙ্গ হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। আজ বিজেপি দল ত্যাগ করেছেন তিনি এবং তার কারণ ব্যাখ্যা করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি নিজে দাবি করেছেন যে, রাজ্যের উন্নয়নের স্বার্থে গ্রহণযোগ্য পদক্ষেপ নিচ্ছে না বিজেপি তাই তিনি দল ত্যাগ করেছেন। ‌‌ কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন অন্য কথা। তিনি ব্যাখ্যা করেছেন শ্রাবন্তীর দল ছাড়ার ‘আসল’ কারণ। ‌অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায়, শ্রাবন্তী চলে যাওয়াতে দলের ফারাক পড়বে না।

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দলত্যাগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বিজেপি করলে নাকি টালিগঞ্জে কাজ পাওয়া যায় না, তাই দল ছেড়েছেন শ্রাবন্তী! যদিও অভিনেত্রী নিজে এমন কোন মন্তব্য করেননি সোশ্যাল মিডিয়াতে বা কোন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেননি। তিনি শুধুই উন্নয়ন প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়ে দল ছেড়েছেন। তবে সুকান্ত মজুমদার যাই বলুন না কেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। হতে পারে তিনি পরবর্তীকালে ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন। কারণ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিয়েছিল তাঁর কাছে। হয়তো বিজেপি না ছেড়ে রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে যোগ দিতে চাননি শ্রাবন্তী। এদিকে এই ইস্যুতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানাচ্ছেন, শ্রাবন্তী স্বেচ্ছায় এসেছিলেন এবং স্বেচ্ছায় চলে যাচ্ছেন। এতে বিজেপি দলের কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, শ্রাবন্তী দল ছাড়তেই ফের বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি বলেন, ‘‘উনি যে বিজেপি’তে ছিলেন, সেটাই আমি জানতাম না৷ দ্বিতীয়ত, উনি যে বিজেপি ছাড়লেন সেটা একদিকে প্রত্যাশিত৷ উনি চলে গিয়েছেন, হাঁফ ছেড়ে বাঁচা গেল৷ কবে যাবে সেটা নিয়েই চিন্তা ছিল৷ এই সমস্ত উৎপাত যাঁরা বিজেপি’তে আমদানি করেছিলেন আশা করি তাঁদের শিক্ষা হবে৷’’ তাঁর মতে, যাঁরা তাঁদের এনেছিলেন, তাঁরাও চলে গেলে ভালো হবে। অনেক আগেও একটি টুইট করেছিলেন তথাগত৷ সেখানে তিনি লিখেছিলেন, ‘‘পায়েল, শ্রাবন্তী, পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন)৷ তাঁদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *