‘গুলি’ মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মামলা সুকান্তের

‘গুলি’ মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মামলা সুকান্তের

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে আহত পুলিশকর্মীকে এসএসকেএম-এ দেখতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেইসঙ্গে সুর চড়িয়ে বলেছিলেন, ‘‘ওঁরা অনেক সহ্যশক্তি দেখিয়েছেন, আমি থাকলে এখানে (কপালে হাত ঠেকিয়ে বলেন) গুলি করতাম।’’ এই ঘটনার ১৫ দিন পর অভিষেকের বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে মামলা করেন সুকান্ত। গেরুয়া শিবিরের দাবি, অভিষেকের ওই মন্তব্যের পরই এফআইআর দায়ের করার চেষ্টা করেছিলেন বিজেপি নেতারা, কিন্তু পুলিশ এফআইআর নিতে চায়নি। এদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি, রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে বিজেপি কোর্ট কাছারি করছে৷  ইডি, সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছে। 

আরও পড়ুন- চতুর্থীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস! সপ্তমী থেকে ঝেপে বৃষ্টি তিন জেলায়

বিজেপি’র নবান্ন অভিযানের পর গত ১৪ সেপ্টেম্বর ‘গুলি’ মন্তব্যটি করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেকের মন্তব্যের সেই ভিডিয়োটি টুইটারে পোস্ট করে তাঁর কড়া সমালোচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার একেবারে ব্যাঙ্কশাল আদালতে মামলা করলেন সুকান্ত৷ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে মামলাটি করা হয়েছে। অভিষেকের ‘গুলি করা’ মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে এফআইআর করতে চান বঙ্গ বিজেপি সভাপতি৷ এই ঘটনায় তৃণমূল বলছে, এর আগেও অভিষেককে ইডি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে বিজেপি। এখনও সেই রাজনীতিই চালিয়ে যাচ্ছে ওরা। 

অভিষেকের এই বিস্ফোরক মন্তব্যের পরেই বিজেপি বলেছিল, অভিষেকের এই মন্তব্য পুলিশকে ‘ট্রিগার হ্যাপি’ করে তুলবে। এক জন সাংসদ হিসাবে এই ধরনের মন্তব্য করার আগে তাঁর দায়িত্ববোধ দেখানো উচিত ছিল।