Aajbikel

'ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন...', মহাদেবকে 'ঘোর অপমান'! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত

 | 
মমতা

 কলকাতা: বাম বিদায়ের সঙ্গে সঙ্গে বঙ্গ রাজনীতির অন্দরে গত কয়েক বছরের মধ্যে প্রবেশ ঘটেছে 'ধর্মের'। তাতে বেশ 'লাভবান' হয়েছে শাসক বিরোধী সকলেই। শুরু হয়েছে মেরুকরণের রাজনীতি৷ রাজনীতির কারবারিদের মতে, মেরুকরণের রাজনীতির জোয়ারেই রাজ্যের মুসলিম ভোট একলপ্তে ঢুকে পড়েছে তৃণমূলের ঝুলিতে৷ অন্যদিকে, এই মেরুকরণের রাজনীতিরই ফায়দা তুলেথে বিজেপি৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারংবার 'তুষ্টিকরণের রাজনীতি'র অভিযোগ তুলেছে বিজেপি। সংখ্যালঘু মুসলিম তোষণ করে হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সোচ্চার হয়েছে তারা৷ আবারও সেই ভোট ব্যাঙ্ক রাজনীতি এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হল মমতার বিরুদ্ধে। আর তা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমজদার।

 

 

রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিয়ো নিজের 'এক্স'  বা পূর্বতন টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন সুকান্ত। সেখানে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর একটি শিবমন্দিরে পুজো করছেন। তাঁর পুজো করার সেই ভিডিয়ো পোস্ট করেই সুকান্তের অভিযোগ, মহাদেবকে অপমান করেছেন মমতা। হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছেন তৃণমূল সুপ্রিমো। সুকান্তের বক্তব্য, ‘তিনি যেভাবে ফুল মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি পুজোপাঠে বিশ্বাসী নন। পুজো করার সময় তাঁর ভাব ভঙ্গিমায় কোনও ভক্তির প্রতিফলন দেখা যায়নি। আপনি তাহলে কেন পুজো বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহাদেবকে এভাবে অপমান করে কি আপনি আপনার ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান?’’

 

 


 

উল্লেখ্য, সুকান্তর পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী একটি মন্দিরে প্রবেশ করছেন। এক ব্যক্তি মোবাইলের টর্চ জ্বেলে শিড়িতে দাঁড়িয়ে রয়েছেন। মমতা মন্দিরে প্রবেশ করার পর পুরোহিতদের নির্দেশে শিবলিঙ্গের উপর একে একে ফুল-পাতা-মালা দিতে থাকেন৷ সেখানে মুখ্যমন্ত্রীর জন্য একটি আসনও পাতা ছিল। তবে সম্প্রতি তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। তাই মাটিতে বসা তাঁর পক্ষে সম্ভব ছিল না। সেই সময় পুরোহিতরা চেয়ার আমার কথা বলেন৷  সেই সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়,‘‘আমি দাঁড়িয়েই পুজো দেব। চেয়ারের প্রয়োজন নেই।’’ প্রসঙ্গত, ওই মন্দিরে শিবলিঙ্গটি অনেকটাই নীচে ছিল। ফলে তাঁকে অনেকটা ওপর থেকেই  ফুল ,বেল পাতা দিতে হয়। সেই ঘটনাকে তুলে ধরেই সুকান্তের অভিযোগ, মমতা মহাদেবকে অপমান করেছেন এবং তিনি পুজো দেওয়াতে বিশ্বাসী নন।

Around The Web

Trending News

You May like