রাজনৈতিক ষড়যন্ত্র! সিবিআই নোটিস পাননি বলেই অনড় সুজিত

রাজনৈতিক ষড়যন্ত্র! সিবিআই নোটিস পাননি বলেই অনড় সুজিত

কলকাতা: রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা দেননি। আর এই তলব নিয়ে এবার তিনি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, সিবিআইয়ের কোনও নোটিস তিনি পাননি। এটি রাজনৈতিক ষড়যন্ত্র। শুধু তাই নয়, যে বা যাঁরা তাঁর সম্মানহানি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। যদিও তিনি এও জানান, সিবিআই যদি সত্যি তাঁকে ডাকে তাহলে তিনি অবশ্যই যাবেন, সব সহযোগিতা করবেন। 

রাজ্যের ১৪টি পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে৷  তার মধ্যে রয়েছে সুজিতের দক্ষিণ দমদম পুরসভাও। সূত্রের খবর, ওই পুরসভা থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। সেই সব নথির ভিত্তিতেই মন্ত্রীকে তলব করা হয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়, তারা মন্ত্রীকে নোটিশ পাঠিয়েছেন৷ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কিন্তু এর ঠিক উল্টো কথাই বলছেন সুজিত বসু। তাই একপ্রকার ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে এক্ষেত্রে তিনি সংবাদমাধ্যমের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, তাঁর কাছে চিঠি নেই। সংবাদমাধ্যমের কাছে থাকলে তা দেখানো হোক। কিন্তু ভুল খবর ছড়িয়ে তাঁর মানহানির চেষ্টা হচ্ছে বলে দাবি তাঁর। 

সিবিআই সূত্রে খবর, যে সময় নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসেছে, ওই সময় দক্ষিণ দমদম পৌরসভার উপ পৌরপ্রধান পদে ছিলেন সুজিত বসু।দুর্নীতির অন্যতম অভিযুক্ত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া নথির যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *