কলকাতা: ওমিক্রন আবহে একের পর এক তারকা ব্যক্তিত্ব করোনার কবলে পড়ছেন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে সিনেমা জগত, সব জায়গাতেই এখন ভাইরাসের ছায়া। এরই মাঝে জানা গেল, দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। অন্যদিকে, টেলিপাড়ায় খারাপ খবর। সপরিবারে করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য করোনা আক্রান্ত। সুজিত বসু তাদের মধ্যে নতুন সংযোজন। গত বছরও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার ভাইরাসের কবলে পড়লেন তিনি। আপাতত বাড়িতেই নিভৃতভাসে রয়েছেন মন্ত্রী। পরিবারের সকলের পরীক্ষা করানো হয়েছে। এদিকে আবার দার্জিলিং থেকে শহরে ফিরেই করোনা আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা। জানা গিয়েছে, সপরিবারে তিনি গিয়েছিলেন দার্জিলিং। শ্যুটিংয়ের পাশাপাশি শীতের দার্জিলিং উপভোগ করছিলেন তারা। কিন্তু শহরে ফিরেই সর্দি লাগে তাঁর। পরীক্ষা করালে করোনা ধরা পড়েছে। রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত সকলেই ভাইরাস আক্রান্ত। তালিকায় এবার চলে এলেন ঋতুও।
প্রসঙ্গত, শেষ তথ্য অনুযায়ী, রাজ্যে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২১৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৮ জনের। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭, মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৬৪। এদিকে, রাজ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৭ হাজার ৯১২ জন, মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৬ লক্ষ ৪০ হাজার ৭০৯ জন। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ৫১ হাজার ৩৮৪। বঙ্গের সুস্থতার হার ৯৫.৮৪ শতাংশ এবং মৃত্যু হার ১.১৬ শতাংশ। অন্যদিকে পজিটিভিটি রেট পৌঁছেছে ২৬.৩৪ শতাংশে। আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৮৪ জন, এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে ৩ হাজার ১১৮ জন কোভিড পজিটিভ। এদিকে, হাওড়ায় ব্যাপক হারে বেড়েছে সংক্রমণ। এই জেলায় আক্রান্ত ১ হাজার ৩৬০ জন।