স্ত্রীর শ্রাদ্ধ, ‘কালীঘাটের কাকু’কে প্যারোলে মুক্তি দিলেও একাধিক শর্ত হাইকোর্টের

স্ত্রীর শ্রাদ্ধ, ‘কালীঘাটের কাকু’কে প্যারোলে মুক্তি দিলেও একাধিক শর্ত হাইকোর্টের

13c2238d0db309ef28f1d3ff052e78b8

কলকাতা: ১৬ দিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। স্ত্রীর মৃত্যুর পর জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তা মেলেনি। তবে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এখন। যদিও কলকাতা হাইকোর্ট বেশ কিছু শর্ত চাপিয়েছে তাঁর ওপর। তা মেনে চলতে হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টে শুনানি ছিল সুজয় ভদ্রের জামিন মামলার। সেই শুনানিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। 

সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র প্রয়াত হয়েছেন মঙ্গলবার।  স্ত্রীর মৃত্যু এবং নিজের অসুস্থ শরীরের কথা বলেও জামিন মেলেনি তাঁর। তবে আজ কলকাতা হাইকোর্ট তাঁকে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দিয়েছে। আদালত জানিয়েছে, ১৬ জুলাই পর্যন্ত সুজয়ের সঙ্গে সব সময় থাকবেন ইডির একজন অফিসার। এছাড়া পারলৌকিক ক্রিয়া সংক্রান্ত বিষয়ে কোনও মন্দিরে বা অন্যত্র যেতে হলেও তাঁকে ১০ কিলোমিটার পরিধির মধ্যেই থাকতে হবে। আর এই ১০ কিলোমিটার পরিধির মধ্যে কোথাও যেতে হলে ৪৮ ঘণ্টা আগে সেই বিষয়ে জানাতে হবে ইডিকে। মূলত এই তিন শর্ত আদালত মানতে নির্দেশ দিয়েছে ‘কালীঘাটের কাকু’কে। 

গত সোমবার রাত ১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্রের। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন বাণী৷ সুজয়কৃষ্ণ গ্রেফতার হওয়ার আগেই তাঁর হাঁটুর প্রতিস্থাপন হয়েছিল। গত ৩০ মে রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন ‘কালীঘাটের কাকু’৷ তদন্তকারীদের মতে, নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বড় রকমের ভূমিকা আছে। যা এখনও বোঝা যায়নি একশো শতাংশ।   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *