Aajbikel

ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন সুজাতা

 | 
সুজাতা

কলকাতা: দুয়ারে ভোট৷ আর ভোট মরশুম মানেই মানুষের মন ছোঁয়ার লড়াই৷ প্রচারে বেরিয়ে কেউ কৃষকদের মন পেতে কাঁধে কোদাল গাঁইতি তুললেন, কেউ আবার গৃহস্থের হেঁশেলে পৌঁছে রান্না করে বোঝানোর চেষ্টা করছেন তিনি তাঁদেরই লোক। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচারে বেরিয়ে কর্মীদের চা বানিয়ে খাওয়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল৷ যা দেখে হতবাক স্থানীয়রা৷ অবাক তাঁর সঙ্গে থাকা কর্মীরাও। প্রচারের ফাঁকেই চায়ের দোকানে ঢুকে পড়েন সুজাতা। চা বানিয়ে সকলকে খাওয়ানও৷ এর পরেই তিনি বলেন, “মা বলেন আমি একটা কাজই ভালোভাবে করতে পারি, সেটা হল চা করতে।’’ সেই সঙ্গে তিনি আরও বলেন, প্রচারের জন্য নয়, কর্মীদের ভালো চা করে খাওয়ানোর জন্যেই এটা করলাম।”

এর আগে জেলা সফরে গিয়ে একটি দোকানে ঢুকে চপ ভেজে তাঁর সঙ্গে থাকা সকলকে খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী। খানিকটা সেই পথে হেঁটেই চা খাওয়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বৃহস্পতিবার গোপীনাথপুর ও মীর্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সেরে সন্ধ্যাবেলায় পৌঁছান কোতুলপুরের নেতাজি মোড়ে। সেখানেই একটি চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েন সুজাতা৷ দোকানদারের অনুমতি নিয়ে নিজেই বানিয়ে ফেলেন চা৷ সঙ্গে থাকা কর্মীদের পরিবেশন করেও খাওয়ান৷ 

Around The Web

Trending News

You May like